সর্বশেষ নোটিশ
আমাদের কথা
কালকিনি পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজ মাদারিপুর জেলার কালকিনি উপজেলাধীন থানার পশ্চিম দক্ষিণ পাশে রোডের সাথে সদরে অবস্থিত একমাত্র বালিকা বিদ্যালয় ও কলেজ। বিদ্যালয়টিতে বর্তমানে ছাত্রী সংখ্যা প্রায় ৫০০ জন, শিক্ষক ও কর্মচারী সংখ্যা ২৬ জন। প্রতিষ্ঠানের ভৌগোলিক অবস্থা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। ১১৪ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। ১০০% নিরাপত্তা বেষ্টিত সীমানা প্রাচীর দ্বারা আবদ্ধ বালিকা বিদ্যালয়টি। প্রতিষ্ঠানে অত্যন্ত সুদক্ষ শিক্ষকমন্ডলী ও দক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত।
সংক্ষিপ্ত ইতিহাস
কালকিনি পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজ ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের ছোঁয়ার অনুদান পেয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ২০২২ সালে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর প্রচেষ্টা ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি মহোদয়ের হাত ধরে মহিলা কলেজটি প্রতিষ্ঠা হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
কালকিনি পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে ত্বরানিত করা এবং সেই সাথে স্মার্ট বাংলাদেশ তৈরীর লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করা। শিক্ষার্থীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব অর্জনের লক্ষ্যে আধুনিক,ডিজিটাল, প্রযুক্তিগত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে গুনগত পরিবর্তন সাধন করে জ্ঞানী, গুণী, যোগ্য ও উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলা।